নয়টি প্রদেশজুড়ে এক অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের (আইএসআইএস) সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৯ জনকে আটক করেছে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ তথ্য রয়টার্সকে শুক্রবার (২৯ ডিসেম্বর) নিশ্চিথ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘অপারেশন হিরোস-৩৭’-এ শুক্রবার ধরা পড়া সন্দেহভাজনরা ইস্তাম্বুলের গির্জা এবং উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিল।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, অভিযানে আটক ২৯ জনের সঙ্গে জড়িত সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়েছে।
আনাদোলু জানিয়েছে, তিনজন ইসলামিক স্টেটের সিনিয়র সদস্য এবং অন্য একজন আঙ্কারায় ইরাকি দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল।
তবে, সন্দেহভাজন ব্যক্তি বা অপারেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আনাদোলু।
উল্লেখ্য, গত ১ অক্টোবর আঙ্কারায় সরকারি ভবনের কাছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা একটি বোমা বিস্ফোরণের পর কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামিক স্টেট এবং কুর্দিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তুরস্ক।