পোল্যান্ডের প্রেসিডেন্টের বাসভবন থেকে দুই এমপিকে গ্রেপ্তার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-10 20:17:21

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার বাসভবন থেকে ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত দুই এমপিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, সদ্য সাবেক হওয়া সরকার ‘ল অ্যান্ড জাস্টিস’ পার্টির সদস্য- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ কামিনস্কি এবং সাবেক উপমন্ত্রী মাসিয়েজ ওয়াসিক।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে মঙ্গলবার (৯ জানুয়ারি) আদালতের নির্দেশের পর তাদের ধরে নিয়ে আসে পুলিশ। তারা প্রেসিডেন্টের বাসভবনে আশ্রয় নিয়েছিলেন।

পুলিশ বিস্তারিত কোনো কিছু না জানিয়ে শুধু বলেছে, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

২০০৭ সালে ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত হন তারা। ২০১৫ সালে ল অ্যান্ড জাস্টিস পার্টি যখন আবারও ক্ষমতায় আসে তখন তাদের ক্ষমা করে দেন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজা।

কিন্তু দেশটির আদালত প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দেন এবং ডিসেম্বরে তাদের দুই বছরের কারাদণ্ড দেন। গত সোমবার আদালত তাদের গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর