পশ্চিমা দ্বিধা পুতিনকে উৎসাহিত করে : জেলেনস্কি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-12 20:14:24

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন যে, সাহায্যের বিষয়ে পশ্চিমা দ্বিধা রাশিয়াকে উত্সাহিত করছে।

আল-জাজিরা জানিয়েছে, তিনি তিনটি বাল্টিক রাজ্যের পূর্বে অঘোষিত সফরে লিথুয়ানিয়া সফরের সময় ওই মন্তব্য করেন।

জেলেনস্কি বুধবার (৮ জানুয়ারি) লিথুয়ানিয়ার প্রেসিডেন্টকে বলেন, ইউক্রেনকে অবশ্যই তার বিমান প্রতিরক্ষা জোরদার করতে হবে এবং তার গোলাবারুদ সরবরাহ পুনরায় পূরণ করতে হবে। কারণ, ইউক্রেনের বিরুদ্ধে প্রায় দুই বছরের যুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নওসেদার সঙ্গে আলোচনার পর তিনি বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে, রাশিয়াকে থামানো যেতে পারে, সেই প্রতিরোধ সম্ভব। কখনও কখনও ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তার বিষয়ে অংশীদারদের নিরাপত্তাহীনতা শুধুমাত্র রাশিয়ার সাহস এবং শক্তি বাড়ায়।’

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ ততক্ষণ শেষ করবেন না, যতক্ষণ না আমরা সবাই মিলে তাকে শেষ না করি। লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, মলদোভা রাশিয়ার পরবর্তী আগ্রাসনের শিকার হতে পারে।’

ইউক্রেনের নেতা সামরিক সহায়তা ও শুভেচ্ছার জন্য লিথুয়ানিয়াকে ধন্যবাদ জানান।

নৌসেদা সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি এই দীর্ঘমেয়াদী যুদ্ধ কতটা ক্লান্তিকর এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সম্পূর্ণ বিজয়ে আগ্রহী।’

তিনি বলেন, ‘ভিলনিয়াস আগামী মাসে কিয়েভে এম৫৭৭ সাঁজোয়া যান পাঠাবে, যা পূর্বে ঘোষিত ২০০ মিলিয়ন ইউরো সামরিক সহায়তা প্যাকেজের অংশ।’

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বুধবার ঘোষণা দিয়ে বলেন, তিনি আগামী দিনে লাটভিয়া এবং এস্তোনিয়াতে যাবেন।

তিনি বলেন, ‘এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং নীতিগত অংশীদার। আজ আমি তালিন এবং রিগা যাওয়ার আগে ভিলনিয়াসে পৌঁছেছি।’

এদিকে, এস্তোনিয়ায় প্রধানমন্ত্রী কাজা ক্যালাস ইউক্রেনের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘এটি গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ফোকাস রাখতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর