পাকিস্তান সীমান্তে ইরানি কর্নেলকে গুলি করে হত্যা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-18 18:57:53

চলমান উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান-ইরান সীমান্তে দুই রক্ষীসহ এক ইরানি কর্নেলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কর্নেলের নাম হোসেইন আলী জাওয়ানফার। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা।

বুধবার (১৭ জানুয়ারি) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে ইরানের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে প্রশাসনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে ‘সন্ত্রাসীদের’ গুলিতে নিহত হন জাওয়ানফার।

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সুন্নি মুসলিমদের চরমপন্থি গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নিদের চরমপন্থি গোষ্ঠী জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এছাড়া কর্নেল জাওয়ানফারের দুই দেহরক্ষীকেও হত্যা করেছে বলে দাবি করেছে জইশ আল-আদল। গোষ্ঠীটি এর আগেও প্রদেশে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।

ইরান এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। এর ৪৮ ঘণ্টা পর পাকিস্তান বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে হামলা চালায়। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।

এ সম্পর্কিত আরও খবর