রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরে গোলাবর্ষণে ১৩ জন নিহত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-21 15:53:28

পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর গোলাগুলির পর ১৩ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) দোনেৎস্ক অঞ্চলের নিযুক্ত রুশ পুশিল প্রধান ডেনিস রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দোকান ও বাজার রযেছে এমন একটি ব্যস্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন দোনেৎস্কের মস্কো নিযুক্ত প্রধান অ্যালেক্সি কুলেমজিন।

কুলেমজিন আরও বলেন, জরুরী পরিষেবাগুলি ঘটনাস্থলে কাজ করছে এবং প্রাসঙ্গিক বিশেষজ্ঞরাও হামলায় ব্যবহৃত অস্ত্রের টুকরো সংগ্রহ করার চেষ্টা করছেন।

ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলগুলো পুরোপুরি বা আংশিক মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে, যার আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। ২০২২ সালে রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের এই চারটি অঞ্চল গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর