রাশিয়ান বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতে একটি ডিভাইস তৈরি করেছে মস্কো।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান মিলিটারি একাডেমি অফ লজিস্টিকসের গবেষকরা ওই ডিভাইস তৈরি করেছেন।
ওই ডিভাইস পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সামরিক ইউনিটের প্রশিক্ষণে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।
তাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আবিষ্কারটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রেক্ষাপটে যুদ্ধ পরিচালনার জন্য স্থল বাহিনীর প্রশিক্ষণের মান উন্নত করতে সামরিক ইউনিটগুলির সঙ্গে অনুশীলন এবং ব্যবহারিক প্রশিক্ষণে ব্যবহৃত হবে।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক সংঘাত নিয়ে উদ্বেগ বেড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর উদ্বেগ প্রকাশ করে ঘোষণা করেছিলেন যে, তার দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যাচ স্থাপন করেছে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ২০২৩ সালের অক্টোবরে ঘোষণা করেছিল যে, একটি নতুন পারমাণবিক বোমার উন্নয়নে কাজ করছে ওয়াশিংটন।