রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-25 17:36:04

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন হামলার পর রপ্তানিকেন্দ্রিক তেল শোধনাগারটিতে আগুন ধরে যায়, যা সারা রাত জ্বলে। রুশ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কিয়েভের একটি সূত্র এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের সূত্রটি জানিয়েছে, এসবিইউ নিরাপত্তা সার্ভিস ড্রোন দিয়ে শোধনাগারে আঘাত হেনেছে ও রুশ জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী প্লেন বিধ্বস্তের ঘটনায় এর সব আরোহী নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর আইএল-৭৬ মডেলের একটি পরিবহন প্লেন মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিসহ মোট ৭৪ জন মানুষ ছিলেন। ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে এসব যুদ্ধবন্দিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সম্পর্কিত আরও খবর