ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি রেল স্টেশনে ছুরি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্যারিসের গ্যারে ডি লিয়ন রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলার কারণ এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্যারিসে প্রকাশ্য স্থানে আরও বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে আইফেল টাওয়ারের কাছে তিনজন পর্যটককে ছুরিকাঘাত করা হয়েছিল। তাদের একজন মারাও যান
গত বছরের জানুয়ারিতে প্যারিসের গারে ডু নর্ড রেল স্টেশনে ছুরিকাঘাতে ছয়জন আহত হন।