আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহার করা হচ্ছে এমন উদ্বেগের কারণে নেদারল্যান্ডস সরকারকে ইসরায়েলে এফ-৩৫-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আপিল আদালত।
বিবিসি জানিয়েছে, আদালতটি মানবাধিকার গোষ্ঠীগুলোর পক্ষে রায় দিয়েছেন, যারা যুক্তি দিয়েছিলেন যে, ডাচ গুদাম থেকে সরবরাহ করা যন্ত্রাংশগুলো গাজায় ইসরায়েলের আইন লঙ্ঘনে অবদান রাখছে।
যদিও যুদ্ধাপরাধের কথা বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল।
হেগের ওই আপিল আদালত বলেছেন, ‘এটি অনস্বীকার্য যে, রপ্তানিকৃত এফ-৩৫ যন্ত্রাংশগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার একটি স্পষ্ট ঝুঁকি রয়েছে।’
ওই আপিল আদালত আরও বলেছেন, ‘ইসরায়েল তার আক্রমণ পরিচালনা করার সময় বেসামরিক জনসংখ্যার পরিণতি সম্পর্কে যথেষ্ট হিসাব করছে না।’
আদালত বলেছেন, ‘ডাচ সরকারকে সাত দিনের মধ্যে আদেশটি মেনে চলতে হবে। তবে, সরকার চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে।’
গত ডিসেম্বরে অক্সফামের ডাচ সহযোগী সংস্থাসহ বেশ কয়েকটি গ্রুপের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
গাজায় ইসরায়েলের অবরোধ সত্ত্বেও ডাচ সরকার ইসরায়েলে এফ-৩৫ যন্ত্রাংশের রপ্তানি লাইসেন্স অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে ওই মামলা দায়ের করা হয়।
এর আগে একটি পৃথক মামলায় জাতিসংঘের শীর্ষ আদালত গত মাসে ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সকল প্রকার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল।
এদিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত চার মাসে গাজায় ২৮,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হওয়ার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।