যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ৪ জুলাই

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-23 16:21:57

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ঘোষণা অনুযায়ী আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার দল কনজারভেটিভ পার্টি বর্তমানে ক্ষমতায় আছে।

নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমার।

সুনাক এমন এক সময় এ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন যখন জনমত জরিপে ২০২২ সালের অক্টোবরের পর তার দলের জনপ্রিয়তা সর্বনিম্নে।

দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দাড়িয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেছেন তার সরকার শিক্ষাসহ বিভিন্ন খাতে যা অর্জন করেছে তাতে তিনি গর্বিত। সুনাক আরও বলেছেন ‘প্রতিটি ভোটের জন্য লড়াই’ করবেন।

বহু নাটকীয়তার পর কনজারভেটিভ পার্টির এমপিদের সমর্থনে দলের নেতা নির্বাচিত হয়ে ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ঋষি সুনাক। এর আগে দলের নেতৃত্বের লড়াইয়ে এ সুনাককে হারিয়েই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। কিন্তু মাত্র দেড় মাস ক্ষমতায় তাকার পর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তারও আগে মিথ্যা বলার কেলেঙ্কারিতে পড়ে প্রধানমন্ত্রীত্ব ছাড়েন বরিস জনসন।

এ সম্পর্কিত আরও খবর