মাশহাদে সমাহিত করা হবে ইব্রাহিম রাইসিকে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-23 19:04:15

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বৃহস্পতিবার (২৩ মে) পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে বলে জানিয়েছে রয়টার্স।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং অন্য ছয়জনের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন রাইসি।

দাফন উপলক্ষ্যে রাইসির কফিনটি বৃহস্পতিবার সকালে উত্তর-পূর্ব ইরানের মাশহাদে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, ইরানের পূর্বাঞ্চলীয় শহর বিরজান্দে রাইসির শোক মিছিলে হাজার হাজার লোক অংশ নিয়েছে।

রাইসির কফিন বহনকারী বিমানটি তার নিজ শহর মাশহাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে রাইসিকে সোনার গম্বুজ বিশিষ্ট ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে, যা ইরানের পবিত্রতম ইসলামিক স্থান। এটি নবম শতাব্দীর ইমাম আলী আল-রেজার বিশ্রামস্থল।

৬৩ বছর বয়সি রাইসিকে ব্যাপকভাবে ৮৫ বছর বয়সি সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে দেখা হয়েছিল, যিনি ইরানে চূড়ান্ত ক্ষমতার অধিকারী।

অন্যদিকে, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমিরাবদুল্লাহিয়ানকে স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি তাকে একজন শহীদ হিসাবে বর্ণনা করে বলেছেন, ‘আমিরাবদুল্লাহিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপ্লবী প্রকৃতির নিশ্চয়তা দিয়েছেন।’

আমিরাবদুল্লাহিয়ানকে তেহরানের দক্ষিণে শাহ আবদোলাজিম মাজারে সমাহিত করা হবে, যেখানে ইরানের উল্লেখযোগ্য রাজনীতিবিদ এবং শিল্পীদের সমাধিস্থ করা হয়ে থাকে।

এ সম্পর্কিত আরও খবর