ভোট গণনায় এগিয়ে পেজেশকিয়ান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-29 13:17:59

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় মাসৌওয়াদ পেজেশকিয়ান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলি থেকে কয়েক লাখ বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

শনিবার (২৯ জুন) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণায় জানা গেছে, ১ কোটি ৪০ লাখ ৬শ ৪২ প্রাপ্ত ভোটের মধ্যে মাসৌওয়াদ পেজেশকিয়ান পেয়েছেন ৫৯ লাখ ৫৫ হাজার ৭শ ৮১ ভোট এবং সাঈদ জালিলি পেয়েছেন ৫৫ লাখ ৬০ হাজার ৩শ ২১ ভোট।

নির্বাচন কমিশনের মুখপাত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়, ৫৮ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৭ হাজার ৯শ ৩৮ ভোটকেন্দ্রের ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পৌরমোহাম্মাদী দুইজনেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (২৮ জুন) ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণার পর দেশটির সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে ধারাবাহিকতা রক্ষায় ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর