বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে কিনা জানতে চাইলেন রাহুল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-06 14:06:28

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে বিদেশি কোনো ষড়যন্ত্র কাজ করেছে কিনা জানতে চেয়েছেন ভারতের বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (৬ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক তথ্য জানতে চান রাহুল গান্ধী।

এর জবাবে এস জয়শঙ্কর বলেন, বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা তা এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। তবে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের প্রতিবাদকারীদের সমর্থনে সামাজিক সাইটে তার প্রোফাইল পিকচার পাল্টেছেন।

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বদলীয় বৈঠকে বলেন, তাকে (শেখ হাসিনা) আমরা সময় দিতে চাই। তিনি স্বাভাবিক হয়ে উঠুন। পরে তার পরবর্তী পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে, ভারতের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ভারতে অবস্থান করবেন। পরে তার নিরাপত্তর বিষয় খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আপাতত তিনি যুক্তরাজ্যে যাবেন না।

এ সম্পর্কিত আরও খবর