লেবাননে ডিভাইসে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ভোলকার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-21 11:02:09

লেবাননে হেজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ডিভাইসে হামলা আন্তর্জাতিক ডিভাইস আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান ভোলকার টুর্ক। তিনি বলেন, এ হামলা ‘যুদ্ধাপরাধ’।

শনিবার (২১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

খবর বলা হয়, শুক্রবায় জাতীয় নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান ভোলকার তুর্ক বলেছেন, লেবাননে হেজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ডিভাইসে (পেজার ও ওয়াকিটকি) হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শুধু তাই-ই নয়, এটি একটি ‘যুদ্ধাপরাধ’!

ভোলকার বলেন, হেজবুল্লাহ ব্যবহৃত যোগাযোগ ডিভাইসে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এ হামলার কারণে যুদ্ধের আরো বিস্তৃতি ঘটতে পারে। শুধু তাই-ই নয়, লেবাননের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে, সবপক্ষ আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলবে এবং সাধারণ মানুষ হত্যার শিকার হয়, সেদিকে নজর দিতে হবে এবং এর দায়দায়িত্ব নিতে হবে।
২০২৩ সাল থেকে ১৮ মাস ধরে ইসরায়েল হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে।

জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো বলেন, মানুষের ক্ষয়ক্ষতি এবং ভোগান্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা আর গ্রহণযোগ্য নয়!

এ সম্পর্কিত আরও খবর