নর্থ ক্যারোলিনায় হেলেনের আঘাতে নিহত ৩০

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-30 12:33:34

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে হ্যারিকেন হেলেনের আঘাতে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকেই তাদের বাড়িঘর হারিয়েছেন।

হেলেনের আঘাতে এ অঙ্গরাজ্যের অনেক রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে এবং সেইসঙ্গে অনেক এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, রোববার সারাদিন জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন হেলেন আঘাত হানলে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

এছাড়া ফ্লোরিডা ও জর্জিয়াতেও আঘাত হানে হেলেন। এর মধ্যে বানকোমবি কাউন্টির ব্যাপক ক্ষতি হয়েছে।

এবিষয়ে পাহাড়ি শহর অ্যাশভেলির জরুরি সেবা কার্যক্রমের এক কর্মকর্তা রিয়ান কোলে বলেন, আমরা বাইবেলে উল্লিখিত ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছি। এ রকম প্রাকৃতিক দুর্যোগ আগে কখনো দেখিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হ্যারিকেন হেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ে এ পর্যন্ত ১শ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর