‘আরও চমক রয়েছে’ বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-04 19:42:42

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। আমাদের অস্ত্রাগারে আরও চমক রয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের কারণ অপসারণ না হওয়া পর্যন্ত লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকার কথা ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলছেন, ‘আমাদের অস্ত্রাগারে আরও চমক রয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বৈরুতে হামলায় হিজবুল্লাহর কমিউনিকেশন কমান্ডার মুহাম্মদ রশিদ স্কাফি নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল।

লেবাননের রাজধানী বৈরুতে হামলায় প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহর কমিউনিকেশন কমান্ডার মুহাম্মদ রশিদ স্কাফিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তিনি ২০০০ সাল থেকে হিজবুল্লাহর সঙ্গে ছিলেন। ইরানপন্থী এই গোষ্ঠীর সিনিয়র নেতাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার।

সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর