হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে ভয়াবহ হামলা করছে ইসরায়েলি সেনারা

লেবাননে ভয়াবহ হামলা করছে ইসরায়েলি সেনারা

লেবাননের রাজধানী বৈরুতে হামলায় প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহর কমিউনিকেশন কমান্ডার মুহাম্মদ রশিদ স্কাফিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার (০৪ অক্টোবর) এই দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বৈরুতে হামলায় হিজবুল্লাহর কমিউনিকেশন কমান্ডার মুহাম্মদ রশিদ স্কাফি নিহত হয়েছেন। তিনি ২০০০ সাল থেকে হিজবুল্লাহর সঙ্গে ছিলেন। ইরানপন্থী এই গোষ্ঠীর সিনিয়র নেতাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার।

তবে মুহাম্মদ রশিদ স্কাফিকে নিয়ে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।

অবশ্য প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। নাসরাল্লাহকে মারার পর আরও আত্মবিশ্বাসী ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান শুরু করেছে।