ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অতি দ্রুত শেষ হবে।
চলতি বছরের ৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপের ভিত্তিতে ই্উক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি শুক্রবার দেশটির একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
শনিবার (১৬ নভেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইম এ খবর জানায়।
খবরে বলা হয়, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি দেশটির সংবাদমাধ্যম সাসপিলনে’র সঙ্গে আলাপকালে বলেন, ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে।
জেলেনেস্কি বলেন, এটি অবশ্যই ঠিক যে, বর্তমান প্রশাসনের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অতি দ্রুত রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে।
সেইসঙ্গে জেলেনেস্কি আরো উল্লেখ করেন, ‘তবে কবে যুদ্ধ শেষ হবে, তার সঠিক তারিখ আমরা জানি না’।
নির্বাচনে বিজয় লাভের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ তার টেলিফোনে কথা হয়েছে উল্লেখ করে জেলেনেস্কি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে আমার গঠনমূলক আলোচনা হয়েছে। সে সময় আমাদের বিপক্ষে যায়, এমন কিছু তার (ট্রাম্প) কাছ থেকে শুনিনি’।
যদিও মার্কিন নির্বাচনের আগে নির্বাচনি প্রচারণার সময় বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনকে সহযোগিতার সমালোচনা করলেও ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছি’।
তবে সে যুদ্ধ কীভাবে শেষ হবে সে ব্যাখ্যা তিনি অবশ্য দেননি।