নদীতে গাড়ি ডুবে আফগানিস্তানে নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আফগানিস্তানে নদীতে গাড়ি ডুবে/ছবি: সংগৃহীত

আফগানিস্তানে নদীতে গাড়ি ডুবে/ছবি: সংগৃহীত

আফগানিস্তানে যাত্রীবাহী একটি গাড়ি নদীতে ডুবে গেলে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন শিশুও রয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম মুনসিফ ডেইলি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, আফগানিস্তানের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি গাড়ি কোকসা নদীতে পড়ে গেলে ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাড়ির চালকও আছেন।

এবিষয়ে বাদাখশান প্রদেশের ডিরেক্টর অব ইনফরমেশন অ্যান্ড কালচার জাবিউল্লাহ আমিরি জানিয়েছেন, শুক্রবার শেষের দিকে যাত্রীবাহী একটি গাড়ি বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের উদ্দেশে রওয়ানা হওয়ার পর পথিমধ্যে কোকসা নদীতে ডুবে যায়। এতে করে ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে গাড়িচালক এবং তার আত্মীয়-স্বজনেরাও রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে কী কারণে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলো, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

প্রসঙ্গত, আফগানিস্তানের সড়কের অবকাঠামোগত সমস্যা, অদক্ষ গাড়িচালক, বেপরোয়া গাড়ি চালনা, ওভারলোডিং ও ওভারটেকিংয়ের কারণে প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।