গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-11-21 09:07:29

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেইত লাহিয়া এবং রাদওয়ান অঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৮৫ জনে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজাজুড়ে চলা হামলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে। এবং আহত হয়েছেন আরো অন্তত এক লাখ ৪ হাজার ৯২ জন ব্যক্তি।

বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আল জাজিরা আরবিকে বলেছেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরায়েলের হামলার পরে কয়েক ডজন লোকের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। বেইত লাহিয়ায় ইসরায়েলের হামলার নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 

এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

তবে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম যে কোনও যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং "লেবাননের সার্বভৌমত্বের সুরক্ষা" দাবি জানিয়েছেন।

তার যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেও লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলের সর্বশেষ হামলায় টায়ারে ৯ জন এবং পালমিরায় ৩৬ জন নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর