ক্রাইস্টচার্চ হামলায় আহতদের অর্থ দেবে 'এগ বয়'

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 20:28:50

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় আহতদের অর্থ অনুদান দেবে অস্ট্রেলিয়ার ‘এগ বয়’ খ্যাত উইলি কনোলি। ভয়াবহ এ মসজিদ হামলায় বেঁচে যাওয়াদের আনুমানিক এক লাখ অস্ট্রেলিয়ান ডলার (৬০ লাখ টাকা) অনুদান দেবে বলে বিবিসি’র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

তবে ১৭ বছরের এই বালক এত ডলার কই পেলেন? মূলত সিনেটরকে ডিম মারার পর, আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য অনলাইনে অর্থ সংগ্রহ করে সে। সেই অর্থ খরচ না হওয়ায় সেটা নিউজিল্যান্ড হামলায় আহতদের দেওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, ক্রাইস্টচার্চ হামলায় মুসলিম অভিবাসীদের দোষারোপ করায় এ বছরের ১৬ মার্চ অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রাসের অ্যানিংয়ের দিকে ডিম ছুড়ে মারে কনোলি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল অনলাইন মাধ্যমে তাকে এগ বয় বলে ডাকা শুরু করে।

এদিকে, গত ১৫ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চের দুই মসজিদে নৃশংস হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক অস্ট্রেলিয়ান নাগরিক। এই ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। আরও প্রায় অর্ধ-শতাধিক আহত হয়েছেন। আহতদের অনেকেই এখনো চিকিৎসারত রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর