জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানানো হয়।
নেতানিয়াহুর এক পোস্ট থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। পোস্টে লেখা ছিল 'আরবরা ইসরায়েলের পুরুষ, নারী ও শিশুদের ধ্বংস করে দিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।' ফেসবুকের মতে এই পোস্টটি জাতি বিদ্বেষকে উসকে দিচ্ছে।
দ্য ইনডিপেনডেন্টে অবশ্য বলছে, পেজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার জন্য পেজটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পোস্টের ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেছেন। ইসরায়েলের একটি রেডিও স্টেশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পোস্টের জন্য আমি দায়ী নই। আমার দফতরের এক কর্মীর ভুলে এমনটা হয়েছে।