দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 22:25:35

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এই কারণে প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করেছে অস্ট্রেলিয়ান সরকার।

প্রদেশ সরকার থেকে জানানো হয়, শুক্রবার (৮ নভেম্বর) প্রদেশটির ৯০টি জায়গায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। আর দমকা বাতাস এবং তাপমাত্রা দাবানলকে আরও বাড়িয়ে তুলছে।

এ দিকে ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো প্রদেশ। এর মধ্যে অনেক জায়গায় স্থানীয় লোকজন তাদের বাড়িঘরে আটকে পড়েছেন এবং ভয়ানক আগুনের কারণে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে যেতে পারছে না।

উদ্ধারকাজে ব্যবহৃত বিমান  

এ বিষয়ে অঞ্চলটির দমকল বাহিনীর প্রধান শেন ফিৎসিম্মনস বলেন, এরকম ভয়ানক আগুন আমি আগে কোনদিন দেখিনি। উদ্ধার কাজে প্রায় এক হাজার দমকল বাহিনীর কর্মী অংশ নিয়েছে। এছাড়া আগুন নেভানোর জন্য ৭০টি বিমানও কাজ করছে বলে জানায় ফিৎসিম্মনস।

আর উপকূল অঞ্চলের প্রায় ৬২১ মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানলটি। এর আগে গত সপ্তাহে আগুনে প্রায় দুই হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। আর প্রায় একশ'র মত কোয়োলা মারা গেছে।

উদ্ধারকৃত কোয়োলা

এদিকে, দাবানলের কারণে হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

খরা ও জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবানলের ঘটনা ঘটছে বলে জানায় সরকারি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর