২০২০ সালের আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। নিজ দল ডেমোক্রেটের প্রার্থী হয়ে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ব্লুমবার্গের উপদেষ্টা হাওয়ার্ড ওল্ফসন বলেন, নিউইয়র্কের প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গ ২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে হারানোর যথেষ্ট ক্ষমতা রাখেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা তার মধ্যে একটি। দক্ষ নেতৃত্বের ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে জয়লাভ করতে সক্ষম হবেন তিনি।
৭৭ বয়সী ব্লুমবার্গ চলতি সপ্তাহে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য সকল ধরনের কাগজপত্র আলবামায় ডেমোক্রেটদের অফিসে জমা দেওয়ার কথা রয়েছে।
ডেমোক্রেট পার্টির তথ্য মতে, এ পর্যন্ত ১৭ জন ডেমোক্রেট নেতা প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়ন তুলেছেন। এর মধ্যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইদেন, ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স শীর্ষস্থানে রয়েছেন।
তবে সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা যায়, যদি ডেমোক্রেটরা সিনেটর এলিজাবেথ ওয়ারেন অথবা বার্নি স্যান্ডার্সকে মনোনয়ন দেয় তাহলে তারা ট্রাম্পের বিরুদ্ধে হেরে যেতে পারে।
অন্যদিকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে রিপাবলিকান তিন নেতাও ট্রাম্পের সঙ্গে লড়ে যাচ্ছেন। তবে ট্রাম্পকে সরিয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই।
বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাইকেল ব্লুমবার্গ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ৫২ বিলিয়ন মার্কিন ডলার। আর যা ট্রাম্পের সম্পদের প্রায় ১৭ গুণ। এছাড়া রাজনীতিতেও বেশ সফল ব্লুমবার্গ। এ পর্যন্ত তিনবার নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।