লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা, পুলিশের গুলিতে নিহত ১

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:44:12

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনা মোকাবিলায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হামলাকারী হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। 

দেশটির পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা ওই এলাকায় বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় গুলিতে একজন মারা যান। তিনি হামলাকারী হতে পারেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এটিকে ‘বড় ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।

আতঙ্কগ্রস্ত মানুষ ছুটে যাচ্ছেন নিরাপদ স্থানে

প্রত্যক্ষদর্শী বিবিসির রিপোর্টার জন ম্যাকমানাস জানিয়েছেন, ঘটনার কয়েক মিনিট আগে আমি হেঁটে লন্ডন ব্রিজের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছিলাম। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সেখানে থাকা মানুষজনকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, এ ঘটনায় বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন, ‘এ বিষয়ে আমি আপডেট আছি’। পুলিশ ও সমস্ত জরুরি সেবাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।  

দেশটির স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলও টুইট করেছেন। তিনি লিখেছেন, সরকার এই ঘটনায় ‘খুবই সতর্ক’ রয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর