আইএস নেতা আবু বকর আল বাগদাদির মূল সহযোগী আবু খালদুনকে গ্রেফতার করেছে ইরাকি পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আবু খালদুনের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম।
ইরাকের উত্তরাঞ্চলীয় হাওইজা শহর নিজের পরিচয় গোপন করে লুকিয়ে ছিলেন তিনি।
আবু খালদুন একসময় ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাহউদ্দিনে আইএসের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে বাগদাদির অধীনে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নেয় আইএস এই নেতা।