বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের তালিকায় রাখা হলো বিশেষ অতিথি নামে আলাদা কিছু নাম। তবে এই নামে অন্তর্ভুক্ত হতে হলে নব দম্পতিকে দিতে হবে নগদ অর্থ।
আমেরিকার এক দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য আমন্ত্রিতদের কাছ থেকে অর্থ অনুদান চেয়েছেন। যাতে তারা একটি এক্সক্লুসিভ অতিথির তালিকা তৈরি করতে পারেন।
বিয়ের অনুষ্ঠান আয়োজন অবশ্যই ব্যয়বহুল। তবে অতিথিদের থেকে আয়োজনের খরচ মেটানো কি সম্ভব?
তবে ফক্স নিউজ জানিয়েছে, সম্প্রতি আমেরিকার একটি বিয়ের অনুষ্ঠানে ঠিক এটাই হয়েছে। আমেরিকান দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি প্রতি ৫০ ডলার বা সাড়ে ৪ হাজার টাকা করে ফি ধরেছেন।
কনে বলেন, অনুষ্ঠানে সবার জন্য ফি বাধ্যতামূলক নয়। তবে যারা ফি দিবেন তারা বিশেষ অতিথি হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তাদেরকে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে কোনো লাইন ধরতে হবে না।
এদিকে কনের এক খালাতো বোন বিয়ের আসরে যেয়ে ঢুকতে পারছিলেন না। পরে পরিবারের বয়োজ্যেষ্ঠদের বিষয়টিতে নাক গলাতে হয়েছে।
তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা ছিল আমার। কিন্তু আমার খালাতো বোন আমার কাছে টাকা চেয়েছেন, তার এই বিশেষ দিনে খরচ করার জন্য। কিন্তু আমি তাকে বলেছি যে আমার পক্ষে তাকে টাকা দেয়া সম্ভব নয়। তবে দোয়া করি যেন তার এই বিশেষ দিনটি ভাল কাটে। ফলে আমার খালা আমাকে ফোন দেয় এবং আমার বাবা মাও বলেন, যে তারা আমার এন্ট্রি ফি দিয়ে দিবেন। কিন্তু আমি সেটি প্রত্যাখ্যান করি।
সাধারণত বিয়েতে বর এবং কনেকে উপহার দেয়ার রেওয়াজ সবখানেই রয়েছে। তবে বিয়ের দিনে অর্থের বিনিময়ের নিমন্ত্রণের ঘটনা ব্যতিক্রমী ঘটনা।