অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সকালে ঘুম থেকে ওঠার পর তিনি জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করেন।
পিটার ডটন এক বিবৃতিতে জানিয়েছেন, আমি কুইন্সল্যান্ডের স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করি। তারপর পরীক্ষা শেষে কোভিড-১৯ পজিটিভ আসে।
তিনি আরও বলেন, কুইন্সল্যান্ড হাসপাতালের নিয়ম অনুযায়ী, করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। এজন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি।
সরকারের দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যারা দেখা করেছেন তাদের সবাইকে কোয়ারান্টাইনে অর্থাৎ সঙ্গরোধে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসজনিত কারণে ৫০০ জনের বেশি লোকের জমায়েত না করতে পরামর্শ দিয়েছেন সরকার।