করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালামের আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) ইসলামিক ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, কোভিড-১৯ ভাইরাস থেকে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত আল-আকসা মসজিদের অভ্যন্তরে নামাজ পড়া স্থগিত করেছে ইসলামিক ওয়াকফ কমিটি। তবে মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে বলে ওয়াকফ কমিটি থেকে জানানো হয়।