নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে অস্ট্রেলিয়া জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দেন।
ঘোষণায় স্কট মরিসন বলেন, মানব সুরক্ষায় জরুরি অবস্থার জারি করা হল। এছাড়া তিনি দেশটির সমস্ত নাগরিকদের বিদেশ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছেন।
ওই জরুরি অবস্থা চতুর্থ ধাপের জরুরি অবস্থা বলে জানা যায়। চতুর্থ ধাপের জরুরি অবস্থা অনুযায়ী, কোনো ব্যক্তি ভ্রমণে যেতে পারে না ও একশ'র বেশি মানুষ একত্রিত হতে পারবে না।
এক সংবাদ সম্মেলনে মরিসন বলেন, অস্ট্রেলিয়ার জীবন বদলে যাচ্ছে। পৃথিবীও দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতি একশ বছরে এমনটা হয়ে থাকে।
কোভিড-১৯ ভাইরাসে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৫০০ জনকে শনাক্ত করা গেছে। আর মারা গেছে ৬ জন। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কিন্তু বিশ্বব্যাপী ভাইরাসটির ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে দেশটি উদ্বিগ্ন হয়ে পড়ছে।
মরিসনের জরুরি অবস্থা ঘোষণা করার আগে দেশটির সরকার বিমান সংস্থার জন্য ৪৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছেন।