করোনায় অস্ট্রেলিয়ার সীমান্ত ৬ মাসের জন্য বন্ধ

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 18:41:09

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার সীমান্ত ৬ মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটিতে করোনায় আক্রান্ত রোগীদের ৮০ শতাংশ বিদেশ ভ্রমণ করে এসেছেন। এরই ধারাবাহিকতায় সীমান্ত বন্ধে টানা ৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সরকারের দেওয়া বরাতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা থেকে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। শুক্রবারের পর শুধুমাত্র অস্ট্রেলিয়ার স্থায়ী অধিবাসীরা সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন।

যারা বিদেশ ভ্রমণ করে এসেছেন তাদেরকে ২ সপ্তাহের জন্য সঙ্গরোধে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটিতে একদিনের ব্যবধানে নতুন ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৭০০ জন।

এর আগে বুধবার (১৮ মার্চ) অস্ট্রেলিয়া জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থা অনুযায়ী, কোনো ব্যক্তি ভ্রমণে যেতে পারবেন না ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর