জিম্বাবুয়েতে ২১ দিনের লকডাউন শুরু

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 16:04:43

করোনা সঙ্কট মোকাবিলায় তিন সপ্তাহের জন্য লকডাউন হলো জিম্বাবুয়ে। তবে ২১ দিনের এ লকডাউন নানা সমালোচনার জন্ম দিচ্ছে।

সোমবার (৩০ মার্চ) লকডাউন শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

রাজধানী হারারেতে পুলিশ মাইকিং করে নাগরিকদের ঘরে বাইরে থাকতে বলছে। মাইকে বলা হচ্ছে, নিজ থেকে ঘরে ফিরে যান। পুলিশকে বাধ্য করবেন না।

গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এমারসন বলেছিলেন, তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে চিন্তিত। সোমবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

দেশটিতে সর্ববৃহৎ কোম্পানি ডেল্টা করপোরেশন সরকারকে চিঠি দিয়েছে, যাতে লকডাউনের মধ্যে তাদের বিশেষ সেবা চালিয়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর