কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ নিহত ৮
ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে দুটি পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় দুই সেনাসহ সশস্ত্র গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন। শনিবার কুলগাম জেলার মোদেরগ্রাম ও ফ্রিসাল চিন্নিগাম এলাকায় পৃথক দুইটি ঘটনায় তারা প্রাণ হারান। পুলিশ বলছে, এমতবস্থায় বিতর্কিত ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রোববার (৭ জুলাই) কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিধান কুমার বির্দির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, বিতর্কিত ওই অঞ্চলের কুলগাম জেলার দুই এলাকায় অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এসময় দুই সেনা সদস্য নিহত হন।
কুমার বির্দি বলেন, ‘আমরা মোদেরগ্রাম থেকে সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য ও ফ্রিসাল চিন্নিগাম থেকে সশস্ত্র গোষ্ঠীর চারজনের মৃতদেহ উদ্ধার করেছি। মোদেরগ্রাম ও ফ্রিসাল চিন্নিগাম গ্রামে এখনও বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে।’
আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত ওই অঞ্চলটিতে ভারতীয় শাসনের বিরুদ্ধে ১৯৮০ এর দশকের শেষের দিকে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল। তখন থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কিছুটা কমে গেছে। ভারত এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান উভয় দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই হিমালয় অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে। তবে কাশ্মীরকে ভাগ করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দুই দেশ।