যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত এক মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্কাই নিউজ জানায়, অন্তঃসত্ত্বা থাকাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হন এঞ্জেলা। এরপর প্রচণ্ড শ্বাস কষ্টের ভুগছিলেন তিনি। পরে এঞ্জেলাকে কোমায় নেওয়া হয়। কোমায় থাকাকালীন সময়ে সুস্থ সন্তান প্রসব করেন এঞ্জেলা।
কন্যা সন্তানের নাম রাখা হয়েছে আভা। এই মুহূর্তে আভাকে তার মা থেকে দূরে রাখা হয়েছে।
সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। আজ তারা বাড়ি ফিরবেন। এদিকে এঞ্জেলা তার এই খুশির মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে লিখেছেন, ৭ দিন হাসপাতালে এবং ১০ দিন শ্বাসকষ্টে ভোগার পর আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমার খুব ভালো লাগছে।
হাসপাতালে থাকাকালীন এঞ্জেলার চিকিৎসার ব্যয়ভার বহন করতে একটি ফান্ড সংগ্রহ করেন তার বোন। সেখানে এখন পর্যন্ত ৫০ হাজার ডলার জমা পড়েছে।