ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যাস্ট্রাজেনেকা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:50:31

অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে হাত মিলিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাজ্যের বৃহৎ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যাপক হারে ভ্যাকসিন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কোনো মুনাফা ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন করবে। লক্ষ্য একটাই— বিশ্বের সবর্ত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়া।

অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ChAdOx1 nCoV-19। গত সপ্তাহে মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যকার কি না, তা জুন মাসেই জানা যাবে। কার্যকর প্রমাণিত হলেই যত দ্রুত সম্ভব এর অনুমোদন দেবে যুক্তরাজ্যে সরকার।

এ দুই প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, আগামী সপ্তাহেই এই চুক্তি চূড়ান্ত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এই উদ্যোগে তারা কোনো লাভ করবে না। শুধুমাত্র উৎপাদন ও বন্টনের খরচ নেবে।

এদিকে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা আসছে জুনেই মানব শরীরে অন্য আরেকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে।

আরও পড়ুন:অনুমোদনের অপেক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের দুই প্রতিষেধক

করোনা চিকিৎসায় রেমডেসিভির কার্যকারিতা প্রমাণিত: ড. ফাউসি

করোনার চিকিৎসায় কাজ করছে রেমডেসিভির

অক্সফোর্ডে ভ্যাকসিন তৈরিতে আরও অগ্রগতি

প্রকৃতির বিরুদ্ধাচরণ, আসতে পারে মহাবিপর্যয়

কমেছে দূষণ, সেরে উঠছে ওজন স্তরের ক্ষত

অক্সফোর্ড সফল হলে ভ্যাকসিন তৈরি করবে ভারতও

প্রতিষেধক আবিষ্কার হয়ে গেল, এরপর! কীভাবে পাব সবাই?

ল্যাব পরীক্ষায় করোনা প্রতিরোধে কার্যকর ‘নিউমাজেন’

১ মিনিটও অপচয় নয়, ভ্যাকসিনের ব্যাপক উৎপাদনে প্রস্তুত চীন

এ সম্পর্কিত আরও খবর