ইসরায়েলের দখলদারি নীতিতে ক্ষুব্ধ জর্ডান, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

ড. মাহফুজ পারভেজ, অ্যাসোসিয়েট এডিটর, বার্তা২৪.কম | 2023-08-23 14:44:51

পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা দখল করা ইসরায়েলের আগ্রাসন পরিকল্পনার কারণে মধ্যপ্রাচ্যে আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা। ইসরায়েলে সদ্য ক্ষমতাসীন দক্ষিণপন্থী জোট ১ জুলাই থেকে যে দখল কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে, তাতে সবচেয়ে বেশি বিপদে পড়বে জর্ডান। মনে করা হচ্ছে, ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের পেছনে রয়েছে ২০২০ সালে জানুয়ারিতে সম্পাদিত মার্কিন-ইসরায়েল দ্ব-রাষ্ট্রীয় শান্তিচুক্তির মদদ।

অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান দখলদারিত্বের ঘটনায় আঞ্চলিক সংঘাত বৃদ্ধির আশঙ্কা করেছে মার্কিন ও ইসরায়েলের মিত্র  খোদ জর্ডানও। অন্যদিকে, বিক্ষুব্ধ আরব দেশগুলো সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য আরব লিগের মাধ্যমে আলাপ-আলোচনা ও অনলাইনে বৈঠক শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের তৎপরতা থামাতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য একমত হয়েছেন।

আরব লিগের প্রধান আহমেদ আহমেদ আবুল গেইত ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের কাছে এক জরুরি বার্তা পাঠিয়েছেন, যাতে তিনি ইসরায়েলের কারণে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘বিশ্ব যখন করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত, ইসরায়েল তখন নিজের হীন স্বার্থে এই সুযোগের অপব্যবহার করতে চাইছে।’

বস্তুতপক্ষে, সংঘাতময় আরব-ইহুদি সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পর, যখন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু দখল করা পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়াতে ও জর্ডান উপত্যকা কব্জার করার পরিকল্পনা প্রকাশ্য এনে তৎপর হন। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্তাজের সঙ্গে যৌথ সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন এবং তারা ইসরায়েলের দখলদারিত্বে নীতি আরো বৃদ্ধি করতেও একমত হয়েছেন।

এদিকে ইসরায়েলকে চলমান আগ্রাসনে উৎসাহদাতা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি কেমন হবে তা নিয়ে দেশটির নতুন জোট সরকার সিদ্ধান্ত নেবে। এ বছরের (২০২০ সাল) শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিতর্কিত ও অগ্রহণযোগ্য ‘মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি পরিকল্পনা’ ঘোষণা করে ইসরায়েলকে সহজেই জেরুসালেমের পুরোটা নিজেদের দাবি করে সেটিকে রাজধানী ঘোষণা করার এবং পশ্চিম তীরে বসতি নির্মাণ অব্যাহত রাখার সুযোগ করে দেয় বলে পর্যবেক্ষণগণ মনে করেন।

মিশর, জর্ডান ছাড়া প্রায়-সকল আরব দেশই ট্রাম্পের কথিত ‘মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি পরিকল্পনা’ মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেছে, ‘পুরো পরিকল্পনা ইসরায়েলের পক্ষে করা হয়েছে এবং সেখানে ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকারও রক্ষা করা হয়নি।

আরব দেশগুলো ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ‘মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি পরিকল্পনা’র সমালোচনা করে বলেছে, ‘ওই পরিকল্পনা সঙ্কট সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির কবর দিয়েছে।’

কিন্তু মার্কিন-ইসরায়েল লবি যে চুক্তিকে শতাব্দীর চুক্তি বলে মহিমান্বিত করার চেষ্টা করলেও ইরাক, ইরান, তুরস্ক এর তীব্র বিরোধিতা করছে আর মার্কিন সমর্থক সৌদি আরব, ওমান, বাহরাইন, আমিরাত, মিশর, জর্ডান চুক্তিকে সমর্থন করলেও মে মাসের মাঝামাঝি জর্ডান চুক্তির ব্যাপারে তার ক্ষোভ, আপত্তি ও বিরোধিতার কথা স্পষ্ট করে জানিয়েছে।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক সাক্ষাতকারে বলেছেন, পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা দখল করার ইসরায়েলি পরিকল্পনা এ অঞ্চলে সংঘাত বাড়াবে এবং ইসরায়েল ও জর্ডানকে মুখোমুখি দাঁড় করাবে।   

বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় শান্তিচুক্তি জেরুজালেমকে ইসরায়েল রাজধানী রাখলেও ফিলিস্তিনি অধিকার ক্ষুণ্ণ করেছে। এতে জর্ডান উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে। ফলে জর্ডান পড়বে বিপদে।

বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে, ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থীরা এই জন্য জর্ডান উপত্যকা দখল করতে চাচ্ছে, যাতে দখলকৃত পশ্চিম তীরের সঙ্গে জর্ডানকে যুক্ত করে একটি কনফেডারেশন করা যায়। এতে স্বয়ংক্রিয়ভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিকদের জর্ডানের ওপর অধিকার সৃষ্টি হবে। এছাড়া যে লাখ লাখ ফিলিস্তিনি জর্ডানে অবস্থান করছেন ও জর্ডানের পাসপোর্ট ব্যবহার করছেন, তারাও জর্ডানের ওপর চাপ সৃষ্টি করবে।

বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিকদের চাপ ইসরায়েল থেকে সরে জর্ডানে পড়বে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে চাপ দিয়ে এতে রাজি করানোর সক্ষমতা ইসরায়েলের আছে। কিংবা জর্ডানের দুর্বল রাজতন্ত্রের অবসান করে সেখানে ক্ষমতার পালাবদল ঘটিয়ে নতুন কাউকে শাসনকার্যে আনা যাবে, যারা হবে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল ও বশংবদ।      
          
বিষয়টি টের পেয়ে জর্ডান, যারা মিশরের পর দ্বিতীয় দেশ এবং ইসরায়েলের সঙ্গে শান্তি ও সমঝোতায় বিশ্বাসী, বেশ বিপাকে পড়েছে। খোদ বাদশাহ তার অসন্তুষ্টির কথা প্রকাশ্যে বলছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলে যেকোনো ধরনের দখলদারি বৃদ্ধির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।  

উল্লেখ্য,  ঐতিহাসিকভাবেই মে মাসের ১৪ তারিখ ইসরায়েল উজ্জীবিত থাকে এবং নতুন করে নিজেদের শক্তিশালী করে দখলদারিত্ব বিস্তারের মনোযোগী হয়। কারণ ১৪ মে ইসরায়েলের প্রতিষ্ঠা বার্ষিকী। যেদিনে তারা ব্রিটিশ ম্যান্ডেটের সুযোগ নিয়ে ১৯৪৮ সালে ফিলিস্তিনে নিজেদের দখলদারিত্বের অধিকার পায়। ২০১৮ সালে, ইসরায়েলের ৭০ বছর পূর্তির সময়েও গাজা ও আশেপাশের এলাকাকে রক্তাক্ত করে দখল করে ইসরায়েল। যদিও ১৪ মে তারিখকে ফিলিস্তিনিরা মনে করেন 'নাকাবা' বা 'বিপর্যয় দিবস'।

৭০ বছর আগে সন্তর্পণে অতি ক্ষুদ্র একটি এলাকায় জোর করে দখল করে ইসরায়েল, যার আয়তন উত্তর-দক্ষিণে ২৯০ মাইল আর পূর্ব-পশ্চিমে ৮৫ মাইল। কিন্তু সাত দশকের মধ্যে ইসরায়েল স্থায়ী বাসিন্দাদের হটিয়ে তাদের জায়গা-জমি দখল করার পাশাপাশি সবগুলো প্রতিবেশীর কাছ থেকেও একাধিক যুদ্ধের মাধ্যমে কিছু না কিছু ভূমি দখল করেছে। ভূমধ্য সাগরের পূর্ব সীমায় অবস্থিত ইসরায়েল উত্তরে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্ব ও দক্ষিণ-পূর্বে জর্ডান, দক্ষিণ-পশ্চিমে মিশর থেকে ছিনিয়ে নিয়ে অনেক জায়গা।

সামনের জুলাই মাসে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় তাদের দখলদারিত্ব বিস্তারের পরিকল্পনা থেকে প্রতীয়মান হয় যে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েল নামক দেশটির। বরং ফিলিস্তিনি সমস্যাকে জর্ডানের দিকে ঠেলে দিতেই তারা ইচ্ছুক। এতে জর্ডান ও এর রাজতান্ত্রিক শাসকদের জন্য বিপদ বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের পুরনো ও স্থায়ী সঙ্কটের বিপজ্জনক নতুন মাত্রা তৈরি হয়েছে, যা সেখানে পুনরায় যুদ্ধাবস্থা, সংঘাত ও অস্থিরতার সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষক-গবেষকগণ।

এ সম্পর্কিত আরও খবর