১১ দিন পর করোনা রোগী আর সংক্রামক নয়

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:12:44

করোনায় আক্রান্ত হওয়ার ১১ দিন পরে কোভিড-১৯ রোগীরা আর সংক্রামক নয় বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংক্রামক রোগ বিশেষজ্ঞদের এক নতুন গবেষণা।

রোববার (২৪ মে) সিঙ্গাপুরের সংক্রমণমূলক রোগ ও জাতীয় একাডেমি অফ মেডিসিনের করা একটি যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নতুন এ গবেষণা জানিয়েছে, সংক্রামক বা কার্যকর ভাইরাস ১১ দিন পর আর অন্যকে আক্রান্ত করতে পারে না। অর্থাৎ করোনাভাইরাস তখন আর অন্যের শরীরে ছড়াতে পারে না। সংক্রামক বাহক হিসেবেও এটি আর কাজ করে না। সিঙ্গাপুরের ৭৩ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে গবেষণাটি করা হয়েছে।

এ গবেষণার ওপর ভিত্তি করে রোগীকে হয়ত এখন ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে তার আগে অবশ্যই রোগীকে টেস্ট করে রেজাল্ট নেগেটিভ আসলে ছাড়পত্র দিতে হবে।

ইতোমধ্যে এ গবেষণার ক্লিনিক্যাল রিপোর্ট সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় মূল্যায়ন করছে। পাশাপাশি দেশটিতে সর্বশেষ আক্রান্ত রোগীর উপরেও পরীক্ষা করে এ গবেষণার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা যায় কিনা তার সিদ্ধান্ত নিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: মানবদেহে ‘টি-কোষ’ বাড়িয়ে করোনার কার্যকরী চিকিৎসা

উহান ল্যাবে বাদুড়ের করোনাভাইরাসের জীবিত ‘স্ট্রেন’ শনাক্ত

চীনের ট্রায়ালে থাকা ভ্যাকসিন মানবদেহে কার্যকরী

এ সম্পর্কিত আরও খবর