উহান ল্যাবে বাদুড়ের করোনাভাইরাসের জীবিত ‘স্ট্রেন’ শনাক্ত
চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগারে বাদুড়ের শরীর থেকে করোনাভাইরাসের তিনটি জীবিত ‘স্ট্রেন’ বা প্রজাতি পাওয়া গেছে। তবে বিশ্বজুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সঙ্গে এ প্রজাতির কোনো মিল নেই বলে জানিয়েছেন ল্যাবের ভাইরোলজির ডিরেক্টর জেনারেল ওয়াং ইয়ানয়ি।
শনিবার (২৩ মে) রাতে প্রচারিত সাক্ষাৎকারে ওয়াং ইয়ানিয়েই বলেন, ল্যাবে বাদুড় থেকে কিছু বিচ্ছিন্ন করোনাভাইরাস পাওয়া গেছে।
তিনি বলেন, এখন আমাদের কাছে তিনটি লাইভ ‘স্ট্রেন’ ভাইরাস রয়েছে। তবে তাদের সার্স-কোভিড-২ এর সাথে সর্বাধিক সাদৃশ্য মাত্র ৭৯.৮ শতাংশ।
করোনাভাইরাসের বিবর্তিত যে ধরনটি (মিউটেটেড স্ট্রেন) বিশ্বে ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি।
বিজ্ঞানীরা মনে করেন, কোভিড-১৯ ভাইরাস কোনো বাদুড় থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। যেসব করোনাভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়েছে সেগুলোর সঙ্গে বাদুড়ের শরীরে থাকা ভাইরাসের মিল পাওয়া যায়।
গবেষকরা বলছেন, বাদুড়ের শরীরে যে করোনাভাইরাস আছে সেগুলো অন্য প্রাণীর শরীরে থাকা ভাইরাস থেকে পুরনো। বিজ্ঞানীরা জানান, ভাইরাসটি এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে সংক্রমিত হয়ে বিবর্তিত হয়েছে। পরবর্তীতে এগুলোর সংক্রমণ ক্ষমতা কম বেশি হয়েছে। করোনাভাইরাসটি (কোভিড-১৯) চীনের উহান শহর থেকে ছড়ায়। এর প্রেক্ষিতে সমালোচকরা দাবি করেন, ভাইরাসটি উহানের ল্যাব থেকেই ছড়ানো হয়েছে।
এর আগে উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর দাবি নাকচ করেন উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির পরিচালক ইউয়ান ঝিমিং।
তিনি বলেন, এটি মূলত যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের ছড়ানো একটি গুজব। এতে মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে। তারা মূলত সঠিক জ্ঞান ও প্রমাণ ছাড়া এ কথা বলছে। তাদের উদ্দেশ্য যেটা সেটাতে তারা সফল হতে পারে কিন্তু আমি একজন বিজ্ঞানী হিসেবে বলব এটা অসম্ভব।