আগামী মাসের শুরুর দিক থেকে ব্যবসা এবং অফিশিয়াল কর্মকাণ্ডের জন্য দুই দেশের মাঝে জরুরি ভ্রমণ করিডোর চালু করার পরিকল্পনা করছে সিঙ্গাপুর এবং চীন।
শুক্রবার (২৯ মে) এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ধীরে ধীরে সম্প্রসারণের আগে প্রথমে দক্ষিণপূর্ব এশিয়ার নগররাজ্য এবং ছয়টি চীনা প্রদেশ ও পৌরসভা- সাংহাই, তিয়ানজিন, চংকিং, গুয়াংডং, জিয়াংজু এবং ঝিজিয়াংয়ের মধ্যে প্রস্তাবিত ‘দ্রুত লেনের ব্যবস্থা’ চালু করা হবে।
বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত পূর্ব সতর্কতা এবং নিয়ন্ত্রণ মাথায় রেখে দুই পক্ষই দ্রুত লেনের জন্য নিজেদের মধ্যে বিমান সংযোগ বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়েছে।