ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদো প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত কিছু কার্টূন পুনরায় প্রকাশ করায় তাদের বিরুদ্ধে আন্তর্জতিক আদালতে মামলার ঘোষণা দিয়েছেন মিসর আল আজহারের গ্র্যান্ড ইমাম ও মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের চেয়ারম্যান শায়খুল আজহার ডক্টর আহমদ তাইয়িব।
সোমবার (২৬ অক্টোবর) মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের অনলাইন সভা শেষে এই সিদ্ধান্তেরর কথা জানানো হয়।
সভায় বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতার নামে যেভাবে ইসলাম ধর্ম ও প্রিয়নবীর প্রতি কটূক্তি করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি পশ্চিমা দেশসমূহে অবস্থানরত মুসলমানদের ইসলামি মূল্যবোধ বজায় রেখে দেশীয় আইনকানুন মেনে চলার আহবান জানানো হয়।
উল্লেখ্য, মুসলিম কাউন্সিল অব এল্ডার্স হচ্ছে বিশ্বের নন্দিত স্কলারদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান, যার হেড অফিস আবুধাবিতে অবস্থিত।