মহাকাশ থেকে কাবার ছবি তুলে আলোচনায় নভোচারী হাজ্জা

মক্কা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:13:18

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করছেন হাজ্জা আল মানসুরি।

মঙ্গলবার (১ অক্টোবর) ভূ-পৃষ্ট থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে মহাকাশ স্টেশন থেকে স্যাটেলাইটের মাধ্যমে পবিত্র কাবার একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তার এ ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে ওই ছবি প্রকাশ করা হয়। এমনকি ছবিটি মসজিদে হারামের নিজস্ব ফেসবুক পেইজেও শেয়ার দেওয়া হয়েছে। সেখান থেকেও ছবিটি অনেকে শেয়ার করেছেন।

হাজ্জার টুইটার থেকে ৬ ঘণ্টায় ছবিটি ৮ হাজার ৪শ’জন শেয়ার করেছেন। ছবিটিতে লাইক পড়েছে ১৩ হাজার ৪শ’টি।

হাজ্জা আল মানসুরি মহাকাশ যাত্রায় সঙ্গে করে নিয়ে গেছেন পবিত্র কোরআনের একটি কপি।
কাবা

পবিত্র নগরী মক্কা ও কাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজ্জা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটি এমন একটি জায়গা যা সারা বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে বাস করে এবং তারা এটির দিকে মুখ করে নামাজ আদায় করে।’

উল্লেখ্য যে, আরব আমিরাতের প্রথম সব মিলিয়ে ২৪০তম দর্শনার্থী নভোচারী হিসেবে হাজ্জা আল মানসুরি মহাকাশে গেছেন।

আর মহাকাশে নভোচারী পাঠানোর তালিকায় ১৯তম দেশ হিসেবে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত, আরব দেশগুলোর মধ্যে যা প্রথম।

এ সম্পর্কিত আরও খবর