‘চামড়াশিল্প টিকিয়ে রাখলে দেশেরই লাভ’

বিবিধ, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:11:15

চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অথচ চামড়ার দাম দিন দিন কমেই যাচ্ছে। চামড়াশিল্পের এ নাজুক পরিস্থিতি কারা করেছে তাদের খুঁজে শাস্তি দিন। অন্যথায় চামড়াশিল্প একেবারেই ধ্বংস হয়ে যাবে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী।

বুধবার (২২ জুলাই) সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘অসাধু ব্যবসায়ীদের কবল থেকে চামড়াশিল্প উদ্ধার ও সরকারের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী আরও বলেন, চামড়াশিল্পের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ হলেও চামড়ার ন্যায্যমূল্য কেন পাওয়া যায় না তা সরকারকে খতিয়ে বের করতে হবে এবং সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার আগে চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।

কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা আবদুল হামীদ পীর সাহেব মধুপুর, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, বাংলাদেশ প্লাস্টিক এসোসিয়েশনের সাবেক সভাপতি মাওলানা ইউসুফ আশরাফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জামিয়া ইসলামিয়া মাযহারুল উলুমের প্রিন্সিপাল মাওলানা লোকমান মাযহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

মধুপুরের পীর মাওলানা আবদুল হামীদ বলেন, দেশের মানুষের কথা সরকার শুনে না, তাদের মনে যা চায় তাই করে যাচ্ছে। এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। মানুষের মনের ভাব বুঝুন। চামড়াশিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচান, ন্যায্যমূল্যের ঘোষণা দিন। অন্যথায় মহানগরসহ দেশের ৬৪ জেলায় চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হবে। কোনো চামড়া ব্যবসায়ী ও পাচারকারীকে চামড়া দেওয়া হবে না।

ড. মাওলানা ঈসা শাহেদী, চামড়াশিল্প বাঁচিয়ে রাখতে চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, সরকারকে ভর্তুকি দিয়ে হলেও চামড়াশিল্পকে বাঁচাতে হবে। চামড়াশিল্প টিকে থাকলে দেশ ও সরকারেরই লাভ হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চামড়ায় তৈরিকৃত জিনিসের দাম অধিক হলেও মানুষ কাঁচা চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। এ সরকার অধিকাংশ শিল্প ধ্বংস করে দিয়েছে, তেমনি চামড়াশিল্পকেও সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে।

মাওলানা লোকমান মাযহারী বলেন, চামড়া গরীবের হক হলেও তাতে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। দেশের চামড়া যাতে কোনো দিকে পাচার হতে না পারে সে জন্য প্রয়োজনে জনগণ পাহারাদার বসাবে।

এ সম্পর্কিত আরও খবর