রাজশাহীতে টাকার ব্যাগ নিয়ে পালানো অটোরিকশা চালক গ্রেফতার

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-22 12:20:06

রাজশাহীতে টাকার ব্যাগ নিয়ে পালানো অটোরিকশা চালক আনোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নগরীর মহিষবাথান উত্তরপাড়া রেললাইন এলাকায় বাসিন্দা।

সোমবার (৩১ মে) সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে আনোয়ারকে আটক করা হয়। এরপর  দুই লাখ ৯৪ হাজার টাকাও উদ্ধার করা হয়। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, রোববার সকালে মোক্তাদির আহমেদ (৪৯) নামে এক ব্যক্তি আনোয়ারের অটোরিকশায় ওঠেন। মুক্তাদিরের কাছে থাকা ব্যাগে ছিল নগদ দুই লাখ ৯৪ হাজার টাকা। সকাল সাড়ে ৭টার দিকে ভদ্রা মোড়ে গিয়ে মোক্তাদির বাসের টিকিট কাউন্টারে যান। এ সময় অটোরিকশায় রাখা টাকা নিয়ে পালিয়ে যান আনোয়ার। এ ঘটনায় মুক্তাদির নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিট শহরে লাগানো পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আনোয়ারকে শনাক্ত করে। পরে পুলিশ তাকে আটক করে।

তিনি আরও জানান, আনোয়ার প্রথমে এই ঘটনা অস্বীকার করেন। পরে তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হলে অপরাধ স্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর