ভুয়া সনদ: সেই চিকিৎসককে কারাগারে পাঠানোর নির্দেশ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 14:45:47

চীনের একটি মেডিকেল কলেজের সনদ জাল করে চিকিৎসক দাবি করা মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সেই সঙ্গে এ মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতার করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), আইজিপি ও র‌্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) অভিযুক্ত মাহমুদুলের আগাম জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

মাহমুদুল হাসান চীনের তাঈশান মেডিকেল কলেজের সনদ জাল করে এতদিন নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর