নায়িকা শিমু হত্যা মামলায় দুই কৃষকসহ ৪ জনের সাক্ষ্য

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-26 13:50:57

নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় দুই কৃষকসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালত এ সাক্ষ্য গ্রহণ করেন।

আদালত আগামী ২ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

সাক্ষীরা হলেন, কৃষক শহিদ মিয়া ও মনির হোসেন এবং ব্যবসায়ী জয়নাল আবেদীন ও অটোচালক মনির।

চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। শুনানিকালে দুই আসামি শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বছর ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

এ সম্পর্কিত আরও খবর