আপিলে প্রার্থিতা ফেরত না পেলে হাইকোর্টে যাব: হিরো আলম

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-06 12:42:10

বাংলাদেশ কংগ্রেস থেকে বগুড়া-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিরো আলম বলেছেন, আপানার জানেন প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও প্রয়োজনে হাইকোর্টে যাব।

এর আগে মনোনয়ন যাছাই-বাছাইয়ে রির্টানিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। প্রার্থিতা ফেরত পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়ে তিনি এসব কথা বলেন।

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে নির্বাচন করতে বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে মনোনয়ন পত্র জমা দেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

এ সময় উপস্থিত সাংবাদিকদের হিরো আলম বলেন, প্রতিবারই আমার সাথে এমন হয়৷ এবার যে ছোট খাটো ভুল তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।

নির্বাচনে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন-এ বিষয়ে তিনি বলেন,আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি।এবারও চ্যালেঞ্জ মোকাবিলা করব।

এ সম্পর্কিত আরও খবর