মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলা মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে খালাস দেয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

বিজ্ঞাপন

শায়রুল কবীর খান জানান, রাজনৈতিক হয়রানি মূলক উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট বাবুল আকতার ২০১৪ সালে মানহীন মামলা করেন।

মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট সালে মাদারীপুর জেল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

বিজ্ঞাপন

পরে আজকে তারেক রহমানের আইনজীবী মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট গোলজার আহমেদ চিশতি বিজ্ঞ আদালত শুনানি করে ১৩ আগস্ট সিআর ১১৭৪/১৪সিএম মামলা "দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ২৪৮ ধারা মতে মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রদান করা হলে আসামি-কে খালাস প্রদান করা হয়।