বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের মামলায় নবী ৩ দিনের রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-10 19:32:36

রাজধানীর গোপীবাগে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ২ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১১ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার অফিসার্স ইনর্চাজ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

গত ৯ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার সকালে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানির পর এই আদালত তা মঞ্জুর করেন। এরপর বিকালে রিমান্ড আবেদনের উপর শুনানি হয়।

এর আগে যাত্রাবাড়ী থানার বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার রিমান্ড আবেদনে বলা হয়, আসামি নবী উল্লাহ নবী গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা।

উল্লেখ্য, বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে গত ৫ জানুয়ারি দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পরদিন ওই ট্রেনের পরিচালক (গার্ড) এসএম নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর