চুল পড়া রোধ করবে কেশরাজের তেল

সৌন্দর্যচর্চা, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:44:13

সৌর্ন্দযের অন্যতম অংশ হলো চুল। চুল পড়া বন্ধে নানা রকম শ্যাম্পু ও তেল ব্যবহার করেছেন। আর শেষমেশ ডাক্তারের কাছে গিয়েও মিলছে না সমাধান। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি যাদুকরী তেলের রেসিপি যা তাৎক্ষণিকভাবে চুল পড়া রোধ করবে।

তেল যেভাবে তৈরি করবেন

একটি প্যানে এক কাপ নারকেল তেল গরম করতে হবে। এবার কিছুটা কাটা ভ্রিংরাজের পাতা নিন এবং যদি পাতা না পান তবে এক চামচ কেশরাজের গুঁড়া ব্যবহার করুন। এরপরে এক চা চামচ মেথি দানা যোগ করুন এবং পাঁচ মিনিটের মতো মিশ্রণটি সিদ্ধ করুন। পাচঁ মিনিট হয়ে এলে চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।

এটি কীভাবে কাজ করে?

ভ্রিংরাজ, বা কেশরাজ ওষধি গুণসম্পূর্ণ একটি আয়ুর্বেদিক গাছ। এটি খুব সাধারণ ধরণের ঘাস, যা জলাভূমি এবং ধানের জমিতে জন্মে। আয়ুর্বেদে এটি বহু রোগ দূরীকরণে ব্যবহৃত হয়। এছাড়াও চুলের সমস্ত সমস্যা দূর করতে ব্যবহৃত হয় কেশরাজের তেল।

ব্যবহারবিধী

এই তেলটি সপ্তাহে দু'বার আপনার চুলে লাগান। আধ ঘন্টা এটি রেখে দিন এবং তারপরে চুলগুলি শ্যাম্পু করুন।

এ সম্পর্কিত আরও খবর