শিশুরা যে অভ্যাসগুলো অগ্রজদের দেখে শিখতে পারে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভাই-বোন / ছবি: পিক্সাবে

ভাই-বোন / ছবি: পিক্সাবে

শিশুরা প্রচণ্ড অনুকরণপ্রিয় হয়। হাঁটা-চলা থেকে শুরু করে সবকিছুই তারা বড়দের থেকে শেখে। বিশেষ করে শিশুদের যদি কোনো বড় ভাই বা বোন থাকে , তবে তাদের প্রভাব নবজাতকদের জীবনে অনেক গভীরভাবে পড়ে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বড় শিশুরা তাদের ছোট ভাই বা বোনের একজন মেন্টর বা শিক্ষকরূপ হয়ে ওঠে। যেমন নেতৃত্ব, শরীরের স্থিতিস্থাপকতা, সহানুভূতি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ছোট বড় কাজে দক্ষতা সহ বিভিন্ন জিনিস। দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে অগ্রজ শিশুরা তাদের ছোট ভাইবোনদের এসব কাজে পারদর্শী হতে সাহায্য করে।  

দায়িত্ববোধ: শিশুরা বেশ গভীরভাবে অনুজদের দায়িত্ববোধের শিক্ষা দিয়ে থাকে। নিজেদের প্রতিদিনকার কাজ করার জন্য ছোটদের অনুপ্রেরণা দেয় বড় ভাইবোনরা।

বিজ্ঞাপন

ভালো ব্যবহার: ছোটরা সাধারণত বড়দের ভদ্র আচরণ এবং তাদের প্রতি সম্মান করার আচরণ বড়দের দেখেই শেখে। তাই সঠিক আচরণ এবং ভালোভাবে বিকাশ ঘটাতে শিশুদের একদম ছোটবেলা থেকেই শিক্ষাদান প্রয়োজন।

ছোটদের বেড়ে ওঠায় অগ্রজদের ভূমিকা / ছবি: পিক্সাবে

জীবন যাপন: খাবার খাওয়া, খেলাধুলা করা থেকে শুরু করে প্রতিদিনের সবকিছু থেকেই ছোটরা বড় ভাই-বোনদের থেকে অনুপ্রাণিত হয়। এমনকি কথা বলা বা অনুভব প্রকাশ করা, ধৈর্য্য, অন্যদের বোঝার মতো ব্যাপারগুলো শেখার ব্যাপারেও বড়দের প্রভাব থাকে।

বিজ্ঞাপন

নেতৃত্ব: বড় ভাই-বোন ছোট ভাইবোনের রোল মডেল হয়। তাদের শিক্ষা বা উপদেশ দেওয়ার কাজ করে বড় সন্তানরা। এমনকি নেতৃত্বদানের ব্যাপারটাও শিশুরা বড়-ভাইবোনদের থেকে শিখতে পারে, যা বড় হওয়ার পর জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে।

সমস্যা সমাধান: বাচ্চারা ছোট কিংবা বড় সব সমস্যা সমাধান করা বড়দের দেখেই শেখে। এই গুণের কারণে শিশুরা স্বাবলম্বীও হয়।

সময়: শিশুরা ছোট অবস্থাতেই বড় ভাই-বোনদের স্কুলে যেতে দেখে। পড়াশোনার পাশাপাশি বড় শিশুদের খেলাধুলাও করতে হয়। তাই কাজের তালিকা করার ক্ষেত্রে সময়ের ব্যবহার কীভাবে করতে হয় তা সম্পর্কে ছোট শিশুদের আগেই ধারণা তৈরি হতে শুরু করে।

ভাই-বোন / ছবি: পিক্সাবে

সহানুভূতি: ছোট শিশু জন্ম নেওয়ার পর স্বাভাবিকভাবেই বড় শিশুদের দিক থেকে মনোযোগ আর ভালোবাসা কমতে শুরু করে। ছোটদের বেশি মনোযোগ প্রয়োজন হয় বিধায় বড় শিশুদের অনেক ক্ষেত্রে মানিয়ে নেওয়ার অভ্যাস তৈরি হয়। এই থেকেই তাদের মধ্যে অন্যদের অনুভূতি বোঝা এবং মূল্যায়ন করা, দয়াভাব, সহযোগিতা, ত্যাগের মনোভাব এবং মানবিক বন্ধন তৈরি হয়। বড় ভাই-বোনদের থেকে ছোট শিশুরাও এই শিক্ষাগুলো পায়।     

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া